কওমি মাদ্রাসার ছাত্রদের দেয়াল পত্রিকা প্রকাশ দীর্ঘকাল ধরেই প্রচলিত হলেও বেশির ভাগ ক্ষেত্রে তা আরবি ও উর্দুতে প্রকাশ হয়। আশার কথা, বর্তমানে বাংলা দেয়ালিকা প্রকাশের হার দিন-দিন বাড়ছে।
মাদরাসা শিক্ষার্থীরা নানান রঙের বিভিন্ন আল্পনায় এসব দেয়ালিকার অঙ্গসজ্জা করে। কলেবরে ক্ষুদ্র হলেও সাহিত্যের নানা প্রকরণে– ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ, রম্যরচনা, মুক্তগদ্য প্রভৃতিতে নিজেদের হাত পাকায়। স্বপ্ন বোনে শিল্পসমৃদ্ধ সৃজনমুখর এক মানবিক আগামীর।
দেশের প্রতিটি কওমি মাদ্রাসাতেই কমবেশি প্রতিভাবান শিক্ষার্থী রয়েছে, যারা যথার্থ কর্তৃপক্ষের সহায়তা পেলে অনেকদূর এগুতে পারবে। প্রতিনিধিত্ব করতে পারবে জাতীয় পর্যায়ে।
এ দেশের ইসলামি অঙ্গনে জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রাম এ ক্ষেত্রে বেশ অগ্রসরমান। পড়াশোনার পাশাপাশি লেখালিখি ও সাহিত্যসাধনায় বেশ মনোযোগী এখানকার শিক্ষার্থীরা। সাংস্কৃতিক ফোরাম “আন-নাদী আস-সাক্বাফী আল-ইসলামী” যাবতীয় কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান ও অর্থায়ন করে থাকে।
সম্প্রতি জামেয়ার ইদাদিয়া ২য় বর্ষ (সপ্তম শ্রেণি)-এর (খ) বিভাগ থেকে “প্রভাত” শীর্ষক দেয়ালিকাটি প্রকাশিত হয়।
জামেয়ার তরুণ শিক্ষক, লেখক ও সংগঠক মাওলানা মাহমুদ মুজিবের সম্পাদনায় এতে আব্দুল্লাহ আহমদ, কাইছার মাহমুদ, আবরারুল হক,আবরার হোসাইন,মুসলিম হোসাইন,আব্দুল আযীযের নিবন্ধ এবং মাহমুদ আল হাদী,হিজবুল্লাহ মুহাম্মদ সুহাইব ও ইরফানের কবিতা প্রকাশিত হয়েছে।
দেয়ালিকাটির কার্যক্রমে সার্বিক সহযোগী হিসেবে ছিলেন সংশ্লিষ্ট শ্রেণিরছাত্রবৃন্দ। লিপিকার- হিজবুল্লাহ মোহাম্মদ সুহাইব। প্রচ্ছদ ও অলংকরণ- নাঈমুল ইসলাম।











