মঙ্গলবার | ২৮ অক্টোবর | ২০২৫

নিষিদ্ধ আ.লীগের আরো ৫ নেতাকর্মী গ্রেফতার

গত ২৪ ঘন্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরো পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মাদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গতকাল বিকাল ৫টার দিকে ডিবি-ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে মো. রুবেল (২৮), মো. খোকন (৪০) মো. সাগর (৪০) এবং মো. শান্তকে (২৪) গ্রেফতার করে।

অপরদিকে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সবুজবাগ বাসাবো এলাকা থেকে নলছিটি পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. ফারুক হোসেনকে (৬১) গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ব্যানারে ঢাকা শহরের বিভিন্ন স্থানে একাধিকবার মিছিল ও সংগঠিত কার্যক্রম পরিচালনা করেছে। এছাড়াও তারা শেখ হাসিনা সংগ্রাম পরিষদ নামের একটি সংগঠনের ব্যানার নিয়ে মিছিলে অংশগ্রহণ করে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img