বুধবার | ২৯ অক্টোবর | ২০২৫

বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তান সিজেসিএসসির প্রতিনিধি দল

পাকিস্তানের জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান (সিজেসিএসসি) জেনারেল সাহির শামশাদ মির্জার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সেনাসদরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পোস্টে জানানো হয়েছে।

সাক্ষাৎকালে পারস্পরিক কুশলাদি বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন।

এ ছাড়া, যৌথ সামরিক প্রশিক্ষণ, সেমিনার ও পরিদর্শনের মাধ্যমে সামরিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও তারা মতবিনিময় করেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img