বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

শহীদ সাইফুল ইসলাম আলীফের কবর জেয়ারত করলেন হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ

হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের হাতে নৃশংসভাবে শাহাদাতবরণকারী এডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করলেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দগন।

আজ বৃহস্পতিবার (২৮নভেম্বর) চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামে কবর জিয়ারত করেন তারা।

কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাওলানা মামুনুল হক ও মাওলানা জুনাইদ আল হাবিব।

তারা বলেন, আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ও ইসকনকে নিষিদ্ধ করতে হবে।

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর মুফতী খলিল আহমদ কাসেমীর নেতৃত্ব প্রতিনিধিদলে ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর মুফতী জসিম উদ্দিন, নায়েবে আমীর মাওলানা মাহফুজুল হক, নায়েবে আমীর মাওলানা খোবাইব বিন তৈয়ব, সিনিয়র যুগ্ন মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা মুনির হোসেন কাসেমী প্রমূখ।

পরিশেষে শহীদ আলিফের বাড়িতে গিয়ে হেফাজত নেতৃবৃন্দ শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন ও হাটহাজারী মাদরাসার মুহতামিম মুফতী খলীল আহমেদ কাসেমী সংক্ষিপ্ত মুনাজাত করেন।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img