পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জীবিত আছেন- এমন কোনো প্রমাণ নেই বলে অভিযোগ করেছেন তার ছেলে কাসিম খান।
একই সঙ্গে, এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘জরুরি হস্তক্ষেপ’ করার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বার্তায় তিনি এ আহ্বান জানান।
কোনো কারণ ছাড়াই তাকে মৃত্যুদণ্ড কক্ষে রাখা হয়েছে উল্লেখ করে কাসিম খান জানান, তার বাবাকে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগের সুযোগ দিচ্ছে না, এমনকি কোনো ফোন কল বা সাক্ষাৎ করাও বন্ধ রাখা হয়েছে। গত সপ্তাহে তার ভাই বাবার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ তাকে নৃশংসভাবে লাঞ্ছিত করেছে।
তিনি জানান, বাবার জীবিত থাকার কোনো প্রমাণ নেই, যা তার পরিবারের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
এ বিষয়ে শাহবাজ শরীফের সরকার ও পরিচালকদের ‘আইনি, নৈতিক ও আন্তর্জাতিকভাবে’ জবাবদিহি করতে হবে উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘জরুরি হস্তক্ষেপ’ করার আহ্বান জানিয়েছেন তিনি।
তবে, শাহবাজ শরীফের সরকার এ বিষয়টিকে গুজব উল্লেখ করে অস্বীকার করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ইমরান খান নিরাপদে আছেন ও সুস্থ্য আছেন।









