শনিবার | ২৯ নভেম্বর | ২০২৫

সিরিয়ায় ফের হামলা চালিয়ে ৪ নারী-শিশুসহ ১৩ জনকে হত্যা করল ইসরাইল

সিরিয়ার রাজধানী দামেস্কের গ্রামীণ অঞ্চলে হামলা চালিয়ে নারী-শিশুসহ কমপক্ষে ১৩ জনকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

শুক্রবার (২৮ নভেম্বর) সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আল-ইখবারিয়া এ তথ্য জানায়।

সংবাদ মাধ্যমটি জানায়, শুক্রবার ভোরে দামেস্কের গ্রামীণ অঞ্চল বেইত জিন ও মাযরাত বেইত জিনের মধ্যবর্তী এলাকায় ইসরাইলি হামলায় নিহতদের মধ্যে দুইজন নারী ও দুইজন শিশুও রয়েছে। এই ঘটনার পরপরই কয়েক ডজন পরিবার বেইত জিন শহর থেকে নিকটবর্তী এবং নিরাপদ এলাকায় চলে যেতে বাধ্য হয়।

সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা) জানায়, দুই শিশুসহ কমপক্ষে পাঁচজন সিরিয়ানের মরদেহ কুনেইত্রার আল-সালাম শহরের গোলান জাতীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে সিরিয়ান সিভিল ডিফেন্স জানায়, তাদের উদ্ধারবারীদলগুলো আহতদের উদ্ধার করতে বেইত জিনে প্রবেশ করতে পারেনি কারণ ইসরাইলি ড্রোনগুলোও ওই এলাকার ওপর দিয়ে উড়ছে এবং এখনো আক্রমণ চালিয়ে যাচ্ছে।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বেইত জিনে ইসরাইলি বাহিনীর এই হামলার নিন্দা জানিয়েছে এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে নৃশংস ও ইচ্ছাকৃত গোলাবর্ষণ একটি পূর্ণাঙ্গ ‘যুদ্ধাপরাধের’ সামিল বলে অভিহিত করেছে।

সিরিয়ার সরকারি তথ্যে দেখা গেছে, দখলদার ইসরাইলি বাহিনী ২০২৪ সালের ডিসেম্বর থেকে সিরিয়ায় ১ হাজারেরও বেশি বিমান হামলা এবং দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে ৪০০ টিরও বেশি আন্তঃসীমান্ত হামলা চালিয়েছে। এর মধ্যে চলতি নভেম্বর মাসে দক্ষিণ সিরিয়ায় ৪৭টি হামলা চালিয়েছে দখলদাবাহিনী।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img