রবিবার | ১৮ জানুয়ারি | ২০২৬
spot_img

আফগানিস্তান যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত : ডেপুটি প্রধানমন্ত্রী মোল্লা বারাদার

আফগানিস্তানের  ডেপুটি প্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার বলেছেন, তালেবানের নেতৃত্বাধীন সরকার যেকোনো বৈদেশিক আগ্রাসনের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত।

তিনি বলেন, বর্তমান ইসলামী ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছে “শহীদদের ত্যাগের” ফলস্বরূপ। আফগানিস্তানের সীমানা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা দেশের নিরাপত্তা বাহিনীর একটি মৌলিক দায়িত্ব বলেও তিনি জোর দিয়ে বলেন।

কাবুলে জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষ কমান্ডো বাহিনীর সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মোল্লা বারাদার সতর্ক করে বলেন, “কেউ আমাদের ভূমির দিকে কুদৃষ্টি দেবেন না, আফগানদের ধৈর্যও পরীক্ষা করবেন না। আমরা কাউকেই আমাদের ভূমি লঙ্ঘন করতে দেব না এবং যেকোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে আমরা প্রস্তুত। আমরা সীমানার প্রতি সম্মান দেখাতে এবং সব দেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ থাকব।”

আফগানিস্তানে সাম্প্রতিক বিমান হামলা এবং ডুরান্ড লাইনের নিকটবর্তী এলাকায় সংঘর্ষের ঘটনার পর আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা বেড়েছে, মোল্লা বারাদারের এই বক্তব্য এসেছে সেই প্রেক্ষাপটে।

সূত্র : আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ