সোমবার | ১৫ সেপ্টেম্বর | ২০২৫

সিরিয়ায় স্বৈরশাসক আসাদকে নিয়ে ব্যঙ্গ-কৌতুক

স্বৈরশাসক আসাদ-পরবর্তী সিরিয়ায় ক’জন কৌতুক অভিনেতা দর্শকদের সামনে সরাসরি এক পারফরমেন্সে (স্ট্যান্ড আপ কমেডি) দেশটির সাবেক স্বৈরশাসক ও তার শাসনকে উপহাসের মাধ্যমে আসাদের পুনরায় ফিরে আসার এক কাল্পনিক ও বিদ্রুপাত্মক চিত্র তুলে ধরেছেন।

দামেস্ক থেকে বার্তা সংস্থা জানায়, যারা নতুন স্বাধীনতাকে স্বাগত জানিয়েছেন, সিরিয়ার রাজধানীর স্ট্যান্ড-আপ অভিনয়শিল্পী মেলকি মারদিনি তাদের একজন।

চলতি মাসের শুরুতে সিরিয়ার দীর্ঘদিনের স্বৈরশাসক বাশার আল-আসাদের আকস্মিক পতনের কথা উল্লেখ করে তিনি মঞ্চে উঠে বলেন, দুঃশাসনের পতন হয়েছে।

বাশারের এই পতনের সাথে সাথে তার পরিবারেরও অর্ধ শতাব্দীরও বেশি সময়ের শাসনের অবসান ঘটেছে।

একটি আর্ট গ্যালারিতে অনুষ্ঠানটি চলাকালে দর্শকরা নীরব থাকায় ব্যাঙ্গাত্মক হাসি ও করতালির দিয়ে মারদিনি বলেন, কি ব্যাপার? আপনারা কি এখনও (বাশারকে) ভয় পাচ্ছেন?

২৯ বছর বয়সী এ অভিনেতা আরও বলেন, আমরা কল্পনাও করতে পারিনি যে- এমন একটি দিন আসবে। আমরা এত স্বাধীনভাবে কথা বলতে পারব।

বাশারের শাসন আমলে অন্যায়ভাবে একটি গ্রেপ্তারের ঘটনা, কীভাবে তারা বাধ্যতামূলক সেনাবাহিনীতে চাকুরি এড়িয়ে গিয়েছিল, কীভাবে তারা কালোবাজার থেকে দুর্নীতির মাধ্যমে ডলার পাচার করেছিল-এই ঘটনাগুলো ব্যঙ্গাত্মকভাবে পরিবেশন করেন।

সূত্র : বাসস

spot_img
spot_img

এই বিভাগের

spot_img