বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

চট্টগ্রামে জাতীয় হাফেজে কোরআন সম্মেলন আগামী শুক্রবার

জাতীয় হাফেজে কোরআন পরিষদ বাংলাদেশের ব্যবস্থাপনায় জাতীয় হাফেজে কোরআন সম্মেলন আগামী শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ জুমা থেকে চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে।

বুধবার (২৯জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক ও সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব হাফেজ আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান,সম্মেলনে হাফেজে কোরআনদের বিভিন্ন দাবী ও প্রস্তাবনা সরকারের কাছে তুলে ধরা হবে।

জাতীয় হাফেজে কোরআন পরিষদ বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি হাফেজ মুহাম্মদ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন।

সম্মেলনে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ইসলামিক ফাউণ্ডেশন মহাপরিচালক আঃ সালাম খান, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন, সাবেক সংসদ সদস্য মাওলানা আ ন ম শামসুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ শহিদুল হক, চট্টগ্রাম জামিয়া লালখান বাজার মাদরাসার সহকারী পরিচালক মুফতী হারুন ইযহার, চট্টগ্রাম আহসানুল উলুম গাউছিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল বায়ান হাশেমী, চট্টগ্রাম দারুল উলুম কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আহমদুর রহমান নদভী ও চট্টগ্রাম ওমরগনি এম ই এস কলেজের ভাইস-প্রিন্সিপাল অধ্যাপক হাফেজ রেজাউল করিম ছিদ্দিকী।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img