গাজ্জার শাসনব্যবস্থার পুনর্গঠনে জাতীয় সরকার গঠনের বিষয়ে আলোচনায় বসেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও মিশরীয় কর্মকর্তারা।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) মিশরের রাজধানী কায়রোতে মিশরের গোয়েন্দা প্রধান হাসান রাশাদের সঙ্গে বৈঠক করেছে হামাসের একটি প্রতিনিধি দল।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হামাস এক বিবৃতিতে জানায়, বৈঠকে গাজ্জায় চলমান যুদ্ধবিরতি বাস্তবায়ন, বন্দি বিনিময় চুক্তি এবং ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের চুক্তি লঙ্ঘন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, “যুদ্ধবিরতির বিষয়ে ইসরাইল যেন কোনো ধরনের টালবাহানা বা বাধা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।”
এছাড়াও, গাজ্জার রাজনৈতিক কাঠামো পুনর্গঠনের জন্য জাতীয় ঐক্য সরকার গঠন কিংবা একটি সম্প্রদায় সহায়তা কমিটি প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।
প্রসঙ্গত, ভবিষ্যতে গাজ্জা পরিচালনার ক্ষেত্রে হামাস বা ফাতাহের কোনো ভূমিকাকে স্বীকৃতি দেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইসরাইল। তবে হামাস ও ফাতাহ গাজ্জার রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থাপনা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, চলমান যুদ্ধবিরতির প্রথম ধাপ ১৯ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে, যার মেয়াদ ছয় সপ্তাহ। ইসরাইলি গণহত্যায় এখন পর্যন্ত ৪৭ হাজার ৩০০-এর বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। গাজার মানবিক সংকট নিয়ে ইতোমধ্যেই আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর









