সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নিতে চান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে হাজার হাজার মার্কিন সেনা প্রত্যাহার করতে চান বলে মঙ্গলবার (২৮ জানুয়ারি) জানিয়েছে ইসরাইলি মিডিয়া।
ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম জানায়, হোয়াইট হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইসরাইলি কর্মকর্তাদের বার্তা পাঠিয়েছেন। এতে ইঙ্গিত করা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে চান।
প্রতিবেদনে এটাওা উল্লেখ করা হয়, সিরিয়া থেকে মার্কিন বাহিনীর প্রত্যাহার ইসরাইলের জন্য উল্লেখযোগ্য উদ্বেগ তৈরি করবে।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের তথ্যানুসারে, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের প্রায় ২ হাজার সেনা মোতায়েন রয়েছে।











