বৃহস্পতিবার | ২৯ জানুয়ারি | ২০২৬
spot_img

সার্বভৌমত্ব রক্ষায় পাক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত: আসিম মুনির

সব ধরনের হুমকির বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির।

বুধবার (২৮ জানুয়ারি) বাহাওয়ালপুর গ্যারিসন পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ কথা জানায়। খবর জিও নিউজের।

পরিদর্শনকালে অফিসার এবং সেনাদের উচ্চ মনোবল, পেশাদার দক্ষতা এবং অপারেশনাল প্রস্তুতির প্রশংসা করেন সেনাপ্রধান। এ সময় ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র এবং নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন তিনি।

ফিল্ড মার্শাল উল্লেখ করেন, পাকিস্তান সশস্ত্র বাহিনী বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। বলেন, প্রযুক্তিগত অগ্রগতির কারণে যুদ্ধের ধরন দ্রুত বিকশিত হয়েছে। তিনি বলেন, ভবিষ্যতের সংঘাতগুলো প্রযুক্তিগত কৌশলের ওপর নির্ভরশীল হবে। এজন্য পাকিস্তানের সশস্ত্র বাহিনী দ্রুত আধুনিক প্রযুক্তি গ্রহণ করছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ