বৃহস্পতিবার | ২৯ জানুয়ারি | ২০২৬
spot_img

আফগানিস্তানে জাতীয় ক্যান্সার হাসপাতাল উদ্বোধন

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের রাজধানী কাবুলে চিকিৎসা খাতের এক ঐতিহাসিক উদ্যোগের অংশ হিসেবে দেশের প্রথম জাতীয় ক্যান্সার হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। আফগান সরকারের এই উদ্যোগ ক্যান্সার রোগ নির্ণয় ও চিকিৎসার সুবিধা বাড়াতে এবং দেশীয় রোগীদের বিদেশে যেতে না হওয়ার নিশ্চয়তা দিতে কেন্দ্র হিসেবে কাজ করবে। হাসপাতালটি কৌশলগত পরিকল্পনা অনুযায়ী উন্নত মানের চিকিৎসা সেবা এবং আন্তর্জাতিক মানের সুবিধা প্রদান করবে, যা আফগান স্বাস্থ্য ব্যবস্থায় একটি নতুন অধ্যায় হিসেবে গণ্য করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালটি উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে আফগান স্বাস্থ্য মন্ত্রী মাওলানা নূর জালাল জালালী বলেন, এই হাসপাতালটি মন্ত্রণালয়ের অনুরোধে এবং আমীরুল মুমিনীন হাফিজাহুল্লাহর অনুমোদন ও নির্দেশনার মাধ্যমে কার্যকর করা হয়েছে।

তিনি বলেন, হাসপাতালটি ক্যান্সার রোগীদের নির্ণয় ও চিকিৎসায় উন্নত সুবিধা প্রদান করবে।

তিনি আরও বলেন, হাসপাতালটি তার কৌশলগত পরিকল্পনার (স্ট্র্যাটেজিক প্ল্যান) অনুযায়ী আগামী বছর উচ্চ ক্ষমতার বিশেষায়িত সেবা দেবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা প্রদান বিভাগের উপমন্ত্রী মাওলানা আব্দুল ওয়ালী হাক্কানি হাসপাতাল উদ্বোধনকে স্বাস্থ্য খাতে একটি বড় ও গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে বর্ণনা করেছেন।

উল্লেখ্য, এর আগে দেশে ক্যান্সার রোগের জন্য কোনো বিশেষ হাসপাতাল না থাকার কারণে অনেক রোগী চিকিৎসার জন্য বিদেশে যেতেন। এতে দেশের অর্থও বিদেশে চলে যেত।

মাওলানা আব্দুল ওয়ালী হাক্কানি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় চেষ্টা করছে যেন আর কোনো রোগী চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য না হয়। তিনি প্রতিশ্রুতি দেন, দেশের অভ্যন্তরে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এই প্রকল্পগুলির মূল উদ্দেশ্য হলো চিকিৎসার খরচ কমানো, রোগীদের সমস্যাগুলি হ্রাস করা এবং দেশে বিশেষায়িত স্বাস্থ্যসেবার ক্ষমতা বৃদ্ধি করা।

সূত্র: আরটিএ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ