বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

সুস্থ হয়ে আবার নির্বাচনী প্রচারণায় নামলেন এরদোগান

অসুস্থতার কারণে ৩ দিনের বিরতির পর সুস্থ হয়ে আবার নির্বাচনী প্রচারণায় নামলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

শনিবার (২৯ এপ্রিল) আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দাবিবাহকে নিয়ে টেকনো ফেস্ট-২০২৩ নামক একটি ফাইটার ড্রোন ও বিমান প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।

ইস্তাম্বুলে উদ্বোধন হওয়া এভিয়েশন ফেস্টিভ্যালটিতে ৬৯ বছর বয়সী মুসলিম বিশ্বের প্রভাবশালী এই নেতাকে ইলহাম আলিয়েভ ও আব্দুল হামিদ দাবিবাহকে সাথে নিয়ে হাস্যোজ্জ্বল অবস্থায় হেটে হেটে স্টেজে উঠতে দেখা যায়। এসময় তাকে অত্যন্ত উৎফুল্লতার সাথে তুরস্কের পতাকা নাড়াতে দর্শক সমুদ্রের মাঝে ফুল নিক্ষেপ করতেও দেখা যায়।

গত মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে টিভিতে সরাসরি সম্প্রচারিত একটি সাক্ষাতকার অনুষ্ঠানে উপস্থাপকের প্রশ্নের জবাব দেওয়ার এক পর্যায়ে হঠাৎ অচেতন হয়ে পড়েন। তবে কিছুক্ষণ পরই তিনি আবার চেতনা ফিরে পান এবং উপস্থাপক সহ অন্যান্যদের আশ্বস্ত করেন যে, তিনি ঠিক আছেন। তবে অনেক ক্লান্ত হয়ে পড়েছেন।

সরাসরি সম্প্রচারিত ওই টিভি অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি আসন্ন নির্বাচন উপলক্ষে ৫টি ভিন্ন ভিন্ন শহরে প্রচারণা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলে জানা যায়। এছাড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য নির্মিত হাজার হাজার বাড়িঘর বুঝিয়ে দিতে ও নতুন নতুন হাসপাতালের ভিত্তিপ্রস্তরস্থাপনের জন্যও সেদিন শহর থেকে শহরে অনবরত ছুটে বেড়িয়েছিলেন।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফখরুদ্দীন কোজা প্রয়োজনীয় চেকআপের পর এক বিবৃতিতে জানান, প্রেসিডেন্ট এরদোগান সম্পূর্ণ সুস্থ আছেন। মেডিকেল চেকআপে তেমন গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি। তবে তার গ্যাস্ট্রোয়েন্টারাইটস বা পাকস্থলীর হজম জনিত সাধারণ সমস্যা ধরা পড়েছিলো,যা দুয়েকদিনের মধ্যে সহজেই পরিস্কার করে ফেলা যায়। এই বয়সে বিরতিহীন সফরও তার অসুস্থ হয়ে পড়ার অন্যতম কারণ।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ