মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

নারী সংস্কার প্রস্তাবনা পরিবার ব্যবস্থাপনা ভাঙার গভীর নীলনকশা : শায়খ আহমাদুল্লাহ

spot_imgspot_img

নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা এদেশের পরিবার ব্যবস্থাপনা ভাঙার এক গভীর নীলনকশা বলে মন্তব্য করেছেন আলোচিত ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ। মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১০টায় তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

পোস্টে তিনি লিখেন, নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা এদেশের পরিবার ব্যবস্থাপনা ভাঙার এক গভীর নীলনকশা। এই আরোপিত প্রস্তাবনা এদেশের মাটিলগ্ন সমাজ ও পরিবার ব্যবস্থাপনার বিরুদ্ধে যুদ্ধের শামিল। ৩১৮ পৃষ্ঠার এ প্রস্তাবনার পাতায় পাতায় কমিশনের সদস্যদের অন্ধ পশ্চিমাপ্রীতি ও দাসত্বের ছবি ভয়ংকর রূপে ফুটে উঠেছে।

তিনি আরও লিখেন, এই কমিশন এদেশের নারীদের প্রতিনিধিত্ব করে না, তারা পশ্চিমা-সংস্কৃতি ও ধ্যান-ধারণার অন্ধ অনুসারী মাত্র। পশ্চিমারা জাগতিক জ্ঞান-বিজ্ঞানে আমাদের চেয়ে হয়তো একশ বছর এগিয়ে আছে। কিন্তু দাম্পত্য সুখ ও পরিবারিক জীবনে আমরা তাদের চেয়ে দুইশ’ বছর এগিয়ে আছি। তাই, আর যা হোক সংস্কারের নামে পশ্চিমাদের কৃষ্টি-কালচার আমদানি করা হবে নিজের পায়ে কুড়াল মারার নামান্তর। দেশবাসী এটা কোনোভাবেই বাস্তবায়িত হতে দেবে না।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img