বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

এনসিপি থেকে পদত্যাগ করলেন রিদওয়ান হাসান

spot_imgspot_img

আলেম সমাজের প্রত্যাশা ও ধর্মীয় মূল্যবোধকে অগ্রাধিকার না দেওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় সদস্য ও সাধারণ আলেম সমাজের আহ্বায়ক মুহাম্মদ রিদওয়ান হাসান।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত পৌনে ১০টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বার্তায় তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ আলেম-ওলামা ও মাদ্রাসা শিক্ষার্থীদের স্বপ্ন ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো ছিল আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু এনসিপি সময়ের সঙ্গে সেই লক্ষ্য থেকে সরে এসেছে।

তিনি বলেন, আমি দেশের ইসলামপ্রিয় জনগণের আকাঙ্ক্ষাকে আরও নিবিড়ভাবে প্রতিনিধিত্ব করার সংকল্প নিয়ে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্যপদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img