পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) নেতা আলী জাফর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক বক্তব্য ও কার্যকলাপের সমালোচনা করে বলেন, মানুষ মোদির নাটকের চিত্রনাট্য এখন বুঝে গেছে। ভারতের একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি বাতিলের চেষ্টা আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের শামিল। তিনি আরও বলেন, পহেলগামে ২৬ জন নিহতের ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করার চেষ্টা একটি ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত চক্রান্ত।
সোমবার (২৮ এপ্রিল) পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি ও সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়ে সিনেট অধিবেশনে দেওয়া এক ভাষণে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, জাতীয় সংকটের সময় দেশের ঐক্য সবচেয়ে জরুরি। এই মুহূর্তে আমাদের সর্বদলীয় বৈঠকের প্রয়োজন ও সেই আলোচনায় ইমরান খানের উপস্থিতি অপরিহার্য।
পিটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, ভারতের এসব পদক্ষেপ স্পষ্টত পাকিস্তানকে ভাঙার দীর্ঘমেয়াদি ষড়যন্ত্রের অংশ। তারা অভিযোগ করে, দিল্লি দীর্ঘদিন ধরেই পাকিস্তানবিরোধী বয়ান তৈরি করে যাচ্ছে।
আলী জাফর তার বক্তব্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি মোদী সরকার পাকিস্তানের এক ফোঁটা পানিও অন্যত্র সরায়, তবে আমরা তা শত্রুর আক্রমণ হিসেবে বিবেচনা করব ও উপযুক্ত জবাব দেব।
সূত্র: জিও নিউজ