ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের মধ্যে আপাতত যুদ্ধবিরতি হলেও সীমান্ত বন্ধ রেখে গাজাবাসীর ওপর আগ্রাসন অব্যাহত রেখেছে ইহুদিবাদী ইসরাইল। সীমান্ত বন্ধ রেখে সাধারণ ফিলিস্তিনিদের দমানোর চেষ্টায় ব্যস্ত ইহুদিবাদী ইসরাইলি। যুদ্ধবিরতি চুক্তির পরও নতুন করে কমপক্ষে ২৫০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইহুদিবাদী ইসরাইল। গ্রেপ্তারকৃতদের মধ্য গণমাধ্যমকর্মীও আছে।
বৃহস্পতিবার (২৭ মে) শেখ জাররাহ এলাকা থেকে এক নারী ফিলিস্তিনি সাংবাদিকসহ দুজনকে গ্রেপ্তার করে।
এ ছাড়া ওয়াদি আরা ও কাফর মান্দায় ইহুদিবাদী ইসরাইলি পুলিশ হানা দিয়ে সেখান থেকেও প্রায় ১২ জন যুবককে গ্রেপ্তার করেছে বলে জানা যায়।
এ ছাড়া নেগেভ এবং উম্ম আল-ফাহমেও গ্রেপ্তারি অভিযান চালিয়েছে দখলদার ইসরাইলি পুলিশ। বেশির ভাগ যুবককে লোদ শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। ওই শহর থেকে কমপক্ষে ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়।