গত কয়েক দিনে গাজ্জায় হামলা জোরদার করেছে ইহুদীবাদের অবৈধ সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলী বাহিনী। এ সময় প্রায় দুই লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে।
আজ সোমবার (২৯ জুলাই) আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মধ্য গাজার ফিলিস্তিনিরা বলেছে, তারা বেশ কয়েকবার পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এখন আর কোথাও যাওয়ার বাকি নেই। বুরেজ শরণার্থী শিবিরের উম মোহাম্মদ নামে এক বাস্তুচ্যুত ফিলিস্তিনি বলেছেন, এটা আমাদের জন্য দশম বার। আমি আল্লাহর কসম দিয়ে বলছি, আমি জানি না কোথায় যাব।
শরণার্থী শিবিরের আরেক ফিলিস্তিনি আবু ওমর যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে বলেন, তারা আমাদের ঘরবাড়ি ধ্বংস করেছে। তারা আমাদের সন্তানদের হত্যা করেছে। তারা আমাদের নারী ও পুরুষদের বাস্তুচ্যুত করেছে। যথেষ্ট হয়েছে, এবার আমাদের জন্য একটি সমাধান খুঁজুন। আমরা কোথায় যাব।
গাজ্জা নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ৬৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে গাজ্জা যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩৯ হাজার ৩২৪ জনে উপনীত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২৪১ ফিলিস্তিনি আহত হয়েছে। তাদের নিয়ে আহতের সংখ্যা ৯০ হাজার ৮৩০ জনে দাঁড়িয়েছে।
সূত্র : আল-জাজিরা











