দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার ও ইউরোপের দেশ বৃটেন। এ উদ্দেশ্যে উভয় দেশের শীর্ষ নেতাদের মধ্যে ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১০ নং নম্বর ডাউনিং স্ট্রিটের প্রতিবেদনে বলা হয়েছে, পারস্পারিক সৌহার্দ্য ও অংশীদারিত্বের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে রাজি হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি। এক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব পাবে উভয় দেশের শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও বিদ্যুৎ সেক্টর।
এছাড়াও বৈঠকে ব্যাপকভাবে আলোচনা হয়েছে ক্লিন এনার্জি ট্রানজিশন নিয়ে যার মূল উদ্দেশ্য পরিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহ করা। সেই সঙ্গে বিদ্যুৎ বিল কমানো, বিদ্যুৎ সুরক্ষা এবং এই ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ নিয়েও আলোচনা করেছেন উভয় নেতা।
পাশাপাশি, গাজ্জায় চলমান সংঘাত ও মৃতের সংখ্যা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে বৈঠকে।
সূত্র: মিডল ইস্ট মনিটর











