বুধবার | ১৪ জানুয়ারি | ২০২৬
spot_img

তুরস্কের এজিয়ান উপকূলে নৌকাডুবি; শিশুসহ নিহত ৫

তুরস্ক এজিয়ান সাগরের উপকূলের কাছে গ্রিক দ্বীপে অভিবাসনপ্রত্যাশীদের দুইটি নৌকাডুবির ঘটনায় চার শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে কয়েকজনকে। গতকাল সোমবার (২৮ আগস্ট) গ্রীক কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) এপির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

হেলেনিক কোস্টগার্ড এক বিবৃতিতে জানিয়েছে, এজিয়ান সাগরে একটি টহল দল ২২ জনকে উদ্ধার করে, তাদের মধ্যে চারজন মারা গেছে। মৃতদের সবাই শিশু। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয় ১৮ জনকে। উদ্ধারকৃতদের লেসবোসের প্রধান বন্দর মাইতিলেনে নেওয়া হয়েছে। গ্রীক দ্বীপ লেসবোসের কাছে এই নৌকাডুবির ঘটনা ঘটে।

এদিকে ঘটনাটি তুরস্ক উপকূলের কাছে ঘটলেও, দেশটির পক্ষ থেকে উদ্ধার অভিযান চালানো হয়নি বলে জানায় কোস্টগার্ড।

এর আগে আরেকটি নৌকা শনাক্ত করে গ্রিকের কোস্টগার্ড। সামোসের পূর্ব এজিয়ান সাগরে নৌকাডুবির ঘটনায় ৩৭ জনকে উদ্ধার করা হয়। এ সময় এক নারীর মৃত্যু হয়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ