সোমবার | ২০ অক্টোবর | ২০২৫

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য গনি সরকার দায়ী: ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আফগান জনগণের মধ্যে আশরাফ গনি সরকারের কোনো গ্রহণযোগ্যতা ছিল না। আর আফগানের বর্তমান পরিস্থিতির জন্য ওই অবৈধ সরকার সবচেয়ে বেশি দায়ী। গনি ছিল অকর্মন্য ও দুর্নীতিগ্রস্ত।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ইসলামাবাদে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, অতীতে যেসব গোষ্ঠী পাকিস্তানের নিরাপত্তার জন্য হুমকি বিবেচিত হতো সেসব গোষ্ঠীকে পাকিস্তানে হামলা চালানোর জন্য ভারত ও আফগানিস্তান পৃষ্ঠপোষকতা দিত।

আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে আন্তর্জাতিক সমাজের তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারকে স্বীকৃতি দেয়া উচিত বলে মনে করেন ইমরান খান।

তিনি বলেন, আফগানিস্তান বর্তমানে আরেকটি ক্রান্তিকাল অতিক্রম করছে। কাজেই দেশটির সহিংসতা বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার স্বার্থে আফগান সরকারের সঙ্গে কাজ করা উচিত।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img