মঙ্গলবার | ৩০ সেপ্টেম্বর | ২০২৫

দলীয় প্রতীক থেকে দ্বীন প্রতিষ্ঠার কথা বাদ দিয়ে ইসলামপ্রিয় জনগণের সঙ্গে প্রতারণা করছে জামায়াত: প্রিন্স

দলীয় প্রতীক থেকে দ্বীন প্রতিষ্ঠার কথা বাদ দিয়ে ইসলামপ্রিয় জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, জামায়াতে ইসলামী তাদের দলীয় প্রতীক থেকে ইসলামের নাম ও দ্বীন প্রতিষ্ঠার কথা বাদ দিয়ে একদিকে আধিপত্যবাদী শক্তিকে খুশি করতে চাইছে, অন্যদিকে রাজনীতির নামে ইসলামপ্রিয় জনগণের সঙ্গে প্রতারণা করছে। ক্ষমতার লোভে জামায়াত ভারসাম্যহীন হয়ে পড়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট গাজিরভিটা ইউনিয়নে এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রিন্স বলেন, যারা সকাল-বিকাল নিজেদের দলের মনোগ্রাম পরিবর্তন করছেন, তারা ‘নার্ভসনেসে’ ভুগছেন। জামায়াত রাজনীতির প্রয়োজনে ইসলামধর্ম ও আল্লাহর নাম ব্যবহার করছে, আবার আধিপত্যবাদী শক্তিসহ বিদেশিদের আনুকূল্য পেতে তা পরিবর্তন করতেও দ্বিধা করছে না। এমনকি ধর্মপ্রাণ মুসলমানদের সমালোচনার মুখে তারা তা আবার সরিয়েও ফেলছে। জনগণ সুন্দর সার্কাস দেখছে।

বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশ করে প্রিন্স বলেন, গ্রামে ঘরে ঘরে ধানের শীষের পক্ষে বেশি বেশি প্রচারণা চালাতে হবে। জনগণের সামনে তারেক রহমানের ৩১ দফা ও জনকল্যাণে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে হবে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img