মঙ্গলবার | ৩০ সেপ্টেম্বর | ২০২৫

পার্বত্য চট্টগ্রামে দেশদ্রে|হী তৎপরতা রুখে দিতে হবে: নেজামে ইসলাম পার্টি

পার্বত্য চট্টগ্রামে দেশদ্রোহী তৎপরতা রুখে দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচা রিপোটার্স ইউনিটি সাগর রুনি মিলনায়তনে এক অনুষ্ঠানে পার্টির আমীর মাওলানা সরওয়ার কামাল আজিজি এ আহ্বান জানান।

তিনি বলেন, ফ্যাসীবাদকে উৎখাত ও বিতাড়িত করার পরও দেশে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করা যায়নি। জনগণের নূন্যতম নাগরিক সেবার মান বাড়েনি, চাঁদাবাজি, ছিনতাই, নৈরাজ্য ও দুর্নীতির লাগাম টেনে ধরতে পারেনি, এমন কি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতেও আমাদের কোন শক্তিশালী উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। দেশ এখনো অনিরাপদ ও অশান্ত।

বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে দেশবিরোধী চক্রের আস্ফালন ও দেশদ্রোহী তৎপরতা আমাদের আহত ক্ষুব্ধ করছে। দেশ জাতি ও উম্মাহর কল্যাণে আমাদের সকলকে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে এবং ফ্যাসীবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সজাগ ও সতর্ক থেকে বাংলাদেশকে নিরাপদ ও সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img