ইসরাইল পুরো মধ্যপ্রাচ্য উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
তিনি বলেন, ইসরাইল পুরো মধ্যপ্রাচ্য উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের এক ভাষণে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, ইরান, কাতার, ইয়েমেন, লেবানন, সিরিয়া ও ইরাকে ইসরাইলের সন্ত্রাসী পদক্ষেপ, ফিলিস্তিনে তাদের অবৈধ শক্তি প্রয়োগ ও আগ্রাসন পুরো মধ্যপ্রাচ্যের জন্য হুমকি, যা পুরো মধ্যপ্রাচ্যকে উড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
এছাড়া তিনি গাজ্জায় গণহত্যা চালিয়ে যাওয়া ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্রটি কর্তৃক ইরান ও কাতারে হামলার এবং বৈশ্বিক আহবান অগ্রাহ্য করে ফিলিস্তিনে দখলদারিত্ব থেকে চালিয়ে যাওয়ার নিন্দা করেন।
সূত্র: আল জাজিরা