রবিবার | ১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরের মধ্যেই একাধিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরের মধ্যেই একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। দেশটির পশ্চিম উপকূলে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের এই পরীক্ষা চালানো হয়। খবর রয়টার্স।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, প্রায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে উড়ে চলার পর ইয়েলো সাগরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

দেশটির কর্মকর্তারা জানান, কৌশলগত অস্ত্রের নির্ভরযোগ্যতা যাচাই করতেই এই পরীক্ষা চালানো হয়েছে। এর পাশাপাশি নিজেদের সামরিক সক্ষমতার বিষয়টি জানান দেওয়াও এই পরীক্ষার লক্ষ্য ছিল। পারমাণবিক যুদ্ধের সক্ষমতা অর্জনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এদিকে, আজ বুধবার দক্ষিণ কোরিয়ায় পৌঁছানোর পর তাকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ