বৃহস্পতিবার | ৩০ অক্টোবর | ২০২৫

ভারত-পাকিস্তান সংঘ|তে একেবারে নতুন ও সুন্দর ৭টি বিমান ধ্বং’স হয়েছিল : ট্রাম্প

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গত মে মাসে পাকিস্তান ও ভারতের মাঝে সামরিক সংঘাতের সময় একেবারে নতুন সাতটি বিমান ধ্বংস হয়েছিল। তার হস্তক্ষেপের ফলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সেই সংঘাত থেমে যায় বলে দাবি করেছেন তিনি।

তিনি বলেন, ‌‌একেবারে নতুন এবং সুন্দর সাতটি বিমান ভূপাতিত হয়েছিল। এই দাবি কয়েকবার পুনরাবৃত্তি করে তিনি বলেন, ‘‘সাতটি বিমান ধ্বংস হয়েছিল, সাতটি একেবারে নতুন, সুন্দর বিমান ধ্বংস হয়েছিল।’’

মঙ্গলবার (২৯ অক্টোবর) জাপানের রাজধানী টোকিওতে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক নৈশভোজে বক্তৃতা দিতে গিয়ে ট্রাম্প এ দাবি করেন।

সৌদি সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, শুল্কের মাধ্যমে যুদ্ধ ঠেকানোর প্রসঙ্গে কথা বলার সময় ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘‘আপনি যদি ভারত ও পাকিস্তানকে দেখেন, তারা তখন মুখোমুখি অবস্থায় ছিল।’’

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘‘আমি (ভারতের প্রধানমন্ত্রী) নরেন্দ্র মোদিকে বলেছিলাম, আর (পাকিস্তানের প্রধানমন্ত্রী) শেহবাজ শরিফকে বলেছিলাম, তারা অত্যন্ত ভদ্র এবং ভালো মানুষ। আর পাকিস্তানের ফিল্ড মার্শাল অসীম মুনিরকে বলেছিলাম, ‘‘দেখুন, যদি যুদ্ধ করেন, তাহলে আমরা কোনও বাণিজ্য করব না।’’

ট্রাম্প দাবি করেন, ‘‘আমরা বলেছিলাম, না, যদি আপনারা যুদ্ধ করেন, তাহলে আমরা কোনও চুক্তি করব না। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সেই যুদ্ধ থেমে গিয়েছিল। এটা সত্যিই বিস্ময়কর।’’

উভয় দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বন্ধের হুমকিই ‘‘৭০ শতাংশ’’ সংঘাত থামাতে ভূমিকা রেখেছিল বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘‘আমার মনে হয়, আমরা যুদ্ধ এড়াতে পেরেছি। আর এই যুদ্ধ এড়ানোর ৭০ শতাংশ কৃতিত্ব বাণিজ্যের।’’

সূত্র: আরব নিউজ।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img