মঙ্গলবার, জুন ১৭, ২০২৫

আর্জেন্টিনার খেলা দেখতে গিয়ে বাকবিতন্ডা; ছুরিকাঘাতে বন্ধুকে হত্যা

spot_imgspot_img

চাঁদপুর সদর উপজেলায় আর্জেন্টিনার খেলা দেখতে গিয়ে বাকবিতন্ডার জেরে বন্ধু মেহেদী হাসান (১৬)কে ছুরিকাঘাতে হত্যা করল বন্ধু বরকত (২০)। ঘটনার পরপরই হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার এবং অভিযুক্ত বরকতকে এলাকাবাসীর সহায়তায় আটক করেছে পুলিশ।

সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাগাদী ইউনিয়নের দক্ষিণ নানুপুর গ্রামের আমিন বেপারি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত মেহেদীর পিতা হেলাল বলেন, গত ২৬ তারিখ আমার ছেলে আর্জেন্টিনার খেলা দেখছিল। ওইদিন রাতে আমার ছেলেকে খেলা নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে বরকত মারধর করে। সেই ঘটনা নিয়ে সন্ধ্যায় আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে বরকত ছুরি দিয়ে এলোপাথাড়ি বুকে আঘাত করে অন্ধকারে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

হাসপাতালের চিকিৎসক ওমর ফারুক সবুজ বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই ও কিশোরের মৃত্যু হয়েছে। তার বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত বরকতকে আটক করা হয়েছে।

তবে ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অর্থ) সুদীপ্ত রায় জানান, প্রাথমিকভাবে স্থানীয়দের দেয়া তথ্যে জানতে পেরেছি মেহেদী ও বরকত পরস্পরে বন্ধু। রোববার (২৭ নভেম্বর) তাদের মধ্যে ফুলপ্যান্টের সঙ্গে কোমরের বেল্ট পড়া নিয়ে কথা কাটাকাটি হয়। এই ঘটনার জের ধরে মেহেদীকে ছুরিকাঘাত করে। তবে তদন্তের পর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img