কুমিল্লার লাকসামে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে লোকমান হোসেন (৪৫) নামে এক ক্ষুদ্র হকার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় পৌরসভার ২নং ওয়ার্ডের বাইনছাটিয়া গ্রামের লতিফ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতদের স্ত্রী রাশিদা বেগম জানান, আমি পাশের রুমে আসরের নামাজ পড়ছিলাম। আমার স্বামী রুমেই ছিল। কিন্তু নামাজ শেষে এসে দরজা বন্ধ দেখতে পাই। স্বামীর কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা খোলার চেষ্টা করি, পরে জানালা দিয়ে দেখতে পাই সে সিলিংফ্যানের সঙ্গে ঝুলে আছে।
পাশের কক্ষের ভাড়াটিয়া আবদুস সাত্তারের স্ত্রী বকুল বেগম জানান, তারা বাসায় আসার পর থেকে তাদের মধ্যে কোনো ঝগড়া-বিবাধের বিষয় শুনিনি। আজকের এ ঘটনা কি কারণে হয়েছে তা বলতে পারছি না।
বাড়ির মালিক আব্দুল লতিফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এরা নতুন ভাড়াটিয়া— কী কারণে আত্মহত্যা করেছেন তা জানি না।
লাকসাম থানার ওসি মেজবাহ উদ্দিন ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।