বৃহস্পতিবার, জুন ১৯, ২০২৫

ছয় ফিলিস্তিনি জেলেকে গ্রেফতার করেছে ইসরাইল

spot_imgspot_img

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের নৌবাহিনী গাজা উপত্যকার দক্ষিণ অংশে ছয় জন ফিলিস্তিনি জেলেকে আটক করেছে ও দুটি মাছ ধরার নৌকা ছিনিয়ে নিয়েছে।

গত সোমবার (২৮ নভেম্বর) মিশরীয় সমুদ্র সীমার কাছাকাছি এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তুরস্ক ভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

ফিলিস্তিনের গাজার জেলে সমিতির প্রধান নিজার আয়াশ আনাদোলু এজেন্সিকে জানিয়েছেন, “ইসরায়েলি নৌবাহিনী ছয়জন জেলেকে গ্রেপ্তার করেছে ও দুটি মাছ ধরার নৌকা বাজেয়াপ্ত করেছে।”

ইহুদিবাদী ইসরায়েলি গণমাধ্যম এর আগে জানিয়েছিল, “ইসরায়েলি নৌবাহিনী মিশরের সমুদ্রসীমার কাছে গাজা উপকূলে দুইটি মাছ ধরার নৌকা জব্দ করেছে ও নৌকাগুলি বাজেয়াপ্ত করেছে এবং নৌকায় থাকা জেলেদের জিজ্ঞাসাবাদের জন্য কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।”

দখলদার ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের জন্য মাত্র ১৫ নটিক্যাল মাইল দূরত্ব পর্যন্ত মাছ ধরার অনুমতি দিয়েছে।

জেলে সমিতির মতে প্রায় ৫০ হাজার গাজার অধিবাসী মাছ ধরার মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকে।

ফিলিস্তিনের জেলেরা প্রায়ই বিভিন্ন ভাবে ইসরায়েলি বাধার সম্মুখীন হন । যার মধ্যে রয়েছে নৌকা ডুবিয়ে দেওয়া,কারণ ছাড়াই জেলেদের উপর ইসরাইলি নৌবাহিনীর গুলিবর্ষণ ও দীর্ঘ সময়ের জন্য মাছ ধরার জায়গা সংকুচিত করা।

জেলেদের গ্রেপ্তারের বিষয়ে অবৈধ রাষ্ট্র ইসরায়েলি কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র : মিডিল ইস্ট মনিটর

সর্বশেষ

spot_img
spot_img
spot_img