রবিবার | ২৮ ডিসেম্বর | ২০২৫
spot_img

৮ আরোহীসহ আমেরিকার বিমান বিধ্বস্ত

পশ্চিম জাপানের একটি দ্বীপের কাছাকাছি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) জাপানের কোস্ট গার্ডের বরাত দিয়ে সংবাদ মাধ্যম রয়টার্স জানায়, মার্কিন সামরিক বাহিনীর একটি ভি-২২ অসপ্রে মডেলের বিমান বিধ্বস্ত হয়েছে।

বিমানটিতে আট জন আরোহী ছিলেন বলে জানা গেছে। কোস্ট গার্ডের এক মুখপাত্র জানান, তারা জাপানের ইয়াকুশিমা দ্বীপের কাছাকাছি জায়গায় বিধ্বস্ত হওয়া বিমানের যাত্রীদের উদ্ধারে টহল নৌকা ও বিমান মোতায়েন করেছেন।

ইয়োকোটায় মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তারা বলেছেন যে তারা এখনও কোন তথ্য নিশ্চিত করতে পারছে না এবং তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। জাপানের মন্ত্রীসভার মুখ্য সচিব হিরোকাজু মাতসুনো জানান দ্বীপের বিমানবন্দরের কাছাকাছি জায়গায় দুপুর পৌনে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটির বাম পাশের ইঞ্জিনে আগুন ধরে যায় এবং এটি ভূপাতিত হয়।

এর আগে আগস্টে ইউএস মেরিন কর্পস ওসপ্রে বিমান ২৩ জন মেরিন সেনা সহ উত্তর অস্ট্রেলিয়ার দ্বীপে আগস্টে বিধ্বস্ত হয়েছিল।

২০১২ সাল থেকে মেরিন ওসপ্রেসের কমপক্ষে পাঁচটি বিমান মারাত্মক দুর্ঘটনা শিকার হয়েছে, যাতে কমপক্ষে ১৯ জন মারা গেছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ