শুক্রবার | ৫ ডিসেম্বর | ২০২৫

ইসরাইলি হামলায় উত্তর গাজ্জার শেষ হাসপাতালটিও বন্ধ হয়ে গেল

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি হামলায় ফিলিস্তিনের উত্তার গাজ্জার সর্বশেষ হাসপাতালটিও বন্ধ হয়ে গিয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরার।

এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, উত্তর গাজ্জার কামাল আদওয়ান হাসপাতালে আজ সকালে অভিযান চালিয়েছে ইসরাইল। এতে হাসপাতালটি বন্ধ হয়ে গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, অভিযানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগে আগুন ও ধ্বংস করা হয়েছে।

সংস্থাটি জানায়, হাসপাতালে থাকা ৬০ স্বাস্থ্যকর্মী ও ২৫ রোগীর অবস্থা গুরুতর। তাদের মধ্যে ভেন্টিলেটরে থাকা রোগীরাও রয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়াসহ কয়েক ডজন কর্মীকে আটক করেছে ইসরাইল। তাদের একটি তদন্তকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে গাজ্জার উত্তরাঞ্চলের বেত লাহিয়ার এলাকার কামাল আদওয়ান হাসপাতালে হামাসের ঘাঁটি রয়েছে বলে দাবি করে সেখানে হামলা চালানোর ঘোষণা দেয় ইসরাইলি বাহিনী।

এদিকে ইসরাইলের এমন দাবির জবাবে হামাস এ ঘটনাকে ‘সুস্পষ্ট যুদ্ধাপরাধ’ বলে উল্লেখ করে টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র ও কিছু পশ্চিমা দেশের পৃষ্ঠপোষকতায় গাজ্জায় যুদ্ধাপরাধ করছে ইসরাইল। এসব দেশও গণহত্যার অংশীদার।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img