ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে সহায়ক তথ্যের জন্য ৫৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে আমেরিকাভিত্তিক সংগঠন শিখস ফর জাস্টিস (এসএফজে)।
সংগঠনটি জানায়, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ঘাতকরা ঘটনার পর ভারতে পালিয়ে গেছে।
সোমবার (২৯ ডিসেম্বর) এক বিবৃতিতে এ ঘোষণা দেয় সংগঠনটি। হাদির হত্যাকারীরা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছে, ঢাকা মহানগর পুলিশ এমন তথ্য জানানোর পর এসএফজের তরফ থেকে এই ঘোষণা এলো।
এসএফজের জেনারেল কাউন্সেল গুরপতবন্ত সিং পান্নুন এক বিবৃতিতে বলেন, ‘ওসমান হাদির হত্যাকাণ্ডে ভারতের মোদি সরকারের সম্পৃক্ততা রয়েছে। বাংলাদেশ থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত সীমান্ত পেরিয়ে পরিচালিত আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসের অংশ হিসেবেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।’
তিনি বলেন, ‘হাদির হত্যার ধরন কানাডায় শহীদ হারদীপ সিং নিজ্জরের হত্যার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়।’
৫৫ লাখ টাকার এই পুরস্কার ঘোষণা করা হয়েছে জনসাধারণের কাছ থেকে বিশ্বাসযোগ্য তথ্য সংগ্রহের লক্ষ্যে। এসএফজের ভাষ্য অনুযায়ী, এসব তথ্যের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যাকারীদের অবস্থান শনাক্ত, গ্রেপ্তার এবং প্রত্যর্পণের উদ্যোগ নিতে পারবে।
বিবৃতিতে সংগঠনটির দাবি, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে ভারতের গোয়েন্দা সংস্থা আরএডব্লিউ জড়িত এবং এই ঘটনার জন্য আন্তর্জাতিক জবাবদিহি নিশ্চিত করা জরুরি।











