সোমবার | ২৯ ডিসেম্বর | ২০২৫
spot_img

পাক-আফগান উত্তেজনা কমাতে পাকিস্তানি আলেমদের বক্তব্যকে স্বাগত জানাল আফগানিস্তান

কাবুল ও ইসলামাবাদের মধ্যকার উত্তেজনা নিরসনে পাকিস্তানি ধর্মীয় আলেমদের পাশাপাশি দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাম্প্রতিক বক্তব্যকে স্বাগত জানিয়েছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজুদ্দিন হক্কানী।

কাবুল পৌরসভা ও বিভিন্ন দপ্তরের কাজের স্বীকৃতি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যকার সমস্যা সমাধানে সহায়ক যেকোনো বক্তব্য তিনি সাধুবাদ জানান।

হক্কানী বলেন, “সম্প্রতি পাকিস্তানে আলেমদের একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যেখানে জমিয়তে উলামায়ে ইসলামের সম্মানিত নেতা মাওলানা ফজলুর রহমান এবং মুফতী তাকি উসমানি আফগানিস্তানের পক্ষে বক্তব্য রেখেছেন। আমরা এসব বক্তব্যের জন্য কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, “ঠিক গতকালই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জনাব ইসহাক দার আফগানিস্তান সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেছেন। আমি বলতে চাই, যে কেউ যদি সদিচ্ছা ও ভ্রাতৃত্বপূর্ণ বক্তব্য দেয়, আমরা তা স্বাগত জানাই।”

আফগান স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ইমারাতে ইসলামিয়া আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি স্পষ্ট করে বলেন, আফগানরা কারও জন্য হুমকি নয় এবং কারও বিরুদ্ধে ক্ষতিকর কোনো উদ্দেশ্যও তাদের নেই।

হক্কানি বলেন, “যখন আমাদের নিজেদের দেশে নজিরবিহীন নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে, তখন আমরা বিশ্ববাসীর কাছেও ভ্রাতৃত্ব ও শান্তির বার্তা পৌঁছে দিচ্ছি। আমরা দেশের ভেতরে ও বাইরে মানুষের উদ্বেগ দূর করতে চাই এবং সবাইকে আশ্বস্ত করতে চাই যে আফগানরা কারও জন্য হুমকি হতে চায় না কিংবা কারও বিরুদ্ধে ক্ষতিকর কোনো অভিপ্রায় রাখে না।”

তিনি অন্য দেশগুলোর প্রতি আফগানিস্তান পুনর্গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে এ প্রক্রিয়ায় ইমারাতে ইসলামিয়াকে সমর্থন দিতে আফগান জনগণের প্রতিও আহ্বান জানান।

খলিফা হক্কানি বলেন, “আমাদের লক্ষ্য হলো আফগানিস্তানকে বিশ্বের প্রধান দেশগুলোর কাতারে উন্নীত করা। আমরা জনগণকে পুনর্গঠনের বার্তা দিচ্ছি, এই কাজে আমাদের সঙ্গে যুক্ত হোন। আফগানরা যুদ্ধ, ধ্বংস ও শত্রুতার যন্ত্রণা যথেষ্ট সহ্য করেছে।”

উল্লেখ্য, গত সপ্তাহে মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি ধর্মীয় আলেমরা আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় ইসলামাবাদের সমালোচনা করেন এবং সংলাপের মাধ্যমে উত্তেজনা নিরসনের আহ্বান জানান।

এ ছাড়া সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বলেন, পাকিস্তান আফগানিস্তানের প্রতি সদিচ্ছা পোষণ করে এবং আফগান ভূখণ্ড যেন পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার না হয়, তা চায়। তিনি বলেন, এ অবস্থান দুই দেশের মধ্যকার চলমান উত্তেজনা নিরসনে সহায়ক হতে পারে।

সূত্র: তোলো নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ