গাজ্জায় চলমান যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ১১০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিবে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। বিনিময়ে ৩ জন ইসরায়েলি এবং ৫ জন থাই জিম্মিকে মুক্তি ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।
আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মুক্তি পাচ্ছেন তারা।
বুধবার নিজেদের সামরিক শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা স্বাক্ষরিত এক বিবৃতিতে মুক্তির অপেক্ষায় থাকা তিন ইসরাইলি জিম্মির নাম প্রকাশ করেছে হামাস। এই জিম্মিদের বিনিময়ে যে ১১০ জন ফিলিস্তিনি কারাবন্দি মুক্তি পাচ্ছেন— সে তথ্যও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। মুক্তির অপেক্ষায় থাকা ১১০ ফিলিস্তিনির মধ্যে ৩২ জন যাবজ্জীবন কারাদণ্ড, ৪৮ জন দীর্ঘমেয়াদী কারাদণ্ড এবং ৩০ জন অপ্রাপ্তবয়স্ক কারাবন্দি রয়েছেন।
সূত্র : আনাদোলু এজেন্সি









