সিরিয়ার রাজধানী দামেস্কে সফরে যাবেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। গত বছরের ডিসেম্বরে সুন্নি মুসলমান যোদ্ধাদের হাতে সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর এই প্রথম কোনও আরব নেতা দেশটি সফরে যাচ্ছেন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) তার এই সফরে যাওয়ার কথা রয়েছে।
সিরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় বুধবার (২৯ জানুয়ারি) নিশ্চিত করেছে, দেশটির অন্তর্বর্তীকালীন নেতা আহমেদ আল-শারা বৃহস্পতিবার কাতারি আমিরের সঙ্গে দেখা করবেন।
বাশার আল-আসাদের পতনের পর দুই দেশের সম্পর্ক আরও জোরদার হয়েছে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি এর আগে ১৬ জানুয়ারি দামেস্কে আল-শারার সঙ্গে দেখা করেন এবং ডিসেম্বরে সিরিয়ার রাজধানীতে তার দূতাবাস পুনরায় চালু করে।









