সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

৩০ শিশুসহ ১১০ ফিলিস্তিনির বিনিময়ে ৮ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস

spot_imgspot_img

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল থেকে ৩০ শিশুসহ ১১০ ফিলিস্তিনির বিনিময়ে গাজ্জা থেকে আট জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। এরমধ্যে তিনজন ইসরাইলি ও পাঁচজন থাইল্যান্ডের নাগরিক। তবে বন্দিবিনিময়কালে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ার অজুহাতে সময় নিচ্ছে ইসরাইল।

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ইসরাইলের সামরিক বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

অন্যদিকে পশ্চিম তীরে অভিযান অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। সেখানের তাম্মান এলাকায় বিমান হামলা করে ১০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল।

যুদ্ধবিরতির পর গাজ্জায় তাঁবু থেকে নিজেদের ঘরবাড়ির দিকে ফিরছেন ফিলিস্তিনিরা। এখন পর্যন্ত পাঁচ লাখের বেশি ফিলিস্তিনি উত্তর গাজ্জায় ফিরেছেন।

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরাইল নেটজারিম করিডোর থেকে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছে, যা উত্তর গাজ্জার বাসিন্দাদের বাড়ি ফিরে যাওয়ার পথ সুগম করবে। এছাড়া, রাফাহ সীমান্ত পথ খুলে দেওয়া হবে যাতে মানবিক সাহায্য এবং অন্যান্য পণ্য সরবরাহ করা যায়।

সূত্র: আল-জাজিরা

সর্বশেষ

spot_img
spot_img
spot_img