চব্বিশের জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৩০ জানুয়ারি) বগুড়া থেকে সড়কপথে রংপুরের উদ্দেশে যাওয়ার সময় তিনি পীরগঞ্জের বামনপুরে আবু সাঈদের কবর জিয়ারতের জন্য যান।
জিয়ারত শেষে তারেক রহমান আবু সাঈদের পরিবারের খোঁজখবর নেন। তিনি তার বাবা, মা, ভাইসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলেন। আবু সাঈদের ত্যাগ ও সাহসের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান বিএনপির চেয়ারম্যান।
এ সময় ছেলে হত্যার বিচার দাবি করেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। তখন সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ সাধারণ জনগণের উপস্থিতি ছিল।
সন্ধ্যা ৬টা ২০ মিনিট নাগাদ সেখান থেকে রংপুরের উদ্দেশে রওনা দেন তারেক রহমান। রংপুরের জনসভা শেষে তিনি বগুড়ায় ফিরবেন।











