শুক্রবার | ৩০ জানুয়ারি | ২০২৬
spot_img

কওমি মাদরাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা: জামায়াত আমীর

জামায়াত ক্ষমতায় গেলে কওমি মাদরাসা বন্ধ করে দেওয়া হবে, এমন অপপ্রচার চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, আমাদের বিরুদ্ধে আরও অনেক অপপ্রচার। বলা হয় যদি জামায়াতে ইসলামী বা ১১ দল ক্ষমতায় যায়, তাহলে নাকি কওমি মাদরাসা বন্ধ করে দেবে। এটি নির্জলা মিথ্যাচার! কওমি মাদরাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা। তারাই ইসলামি শিক্ষাকে পূর্ণাঙ্গভাবে ধরে রেখেছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর পল্লবী কেন্দ্রীয় ঈদগাহ পার্ক ও খেলার মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমীর বলেন, বলা হচ্ছে মসজিদগুলো থেকে ইমামদের সরিয়ে দেওয়া হবে। তো সেই ইমামতি কি আমি করবো? ইমাম যারা আছেন মর্যাদার সঙ্গে তারা ইমামতি করবেন। এখন একটা মর্যাদার অভাব। ইমাম সাহেবরা, খতিব সাহেবরা ইমামতি করেন, খুতবা দেন কিন্তু মসজিদ পরিচালনা কমিটিতে তাদের কোনো অবদান নাই, অবস্থান নাই।

তিনি বলেন, আমরা তাদের (কওমি মাদরাসা) সঙ্গে ডায়ালগ করে, পরামর্শ করে এই শিক্ষার ম্যাক্সিমাইজ কীভাবে করা যায়, সর্বোচ্চ উৎকৃষ্ট উৎকর্ষ কীভাবে করা যায়, তা ইনশাআল্লাহ আমরা করবো। আমরা মুখে নয়, কাজে প্রমাণ করবো ইনশাআল্লাহ।

শফিকুর রহমান বলেন, আমরা ইনশাআল্লাহ সেবার সুযোগ পেলে প্রত্যেকটা মসজিদে ইমাম ও খতিব যারা থাকবেন, তারা হবেন সেই পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ সদস্য। কারণ তারাই বুঝবেন একটা মসজিদের মর্যাদা কীভাবে সবচাইতে উপরে তুলে ধরতে হয়।

জামায়াত আমির বলেন, আমি ১৮ কোটি মজলুম মানুষের পক্ষে দাঁড়িয়েছি। আমি এখানে দাঁড়িয়েছি সেইসব মানুষের পক্ষে, যাদের দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর গুম করে রাখা হয়েছিল। অনেকেই ফিরে আসেননি, অনেকের ভাগ্যে কী ঘটেছে তা আজও অজানা।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ