এনসিপির মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, মিডিয়া এখনো দায়িত্বশীল ভূমিকা পালন করছে না। তাদের সব প্রশংসা এবং মুগ্ধতা একটি দলের জন্য। অত্যন্ত পরিতাপের বিষয়, জুলাই অভ্যুত্থানের পরও মিডিয়ার চরিত্র বদল হয়নি। কয়েকটি গণমাধ্যম আবারও দালালি শুরু করেছে। যে রিপোর্ট এজেন্সি লিখে দেয়, মিডিয়াগুলো তাই প্রচার করে। কিছু মিডিয়ার হাত বদল হয়েছে, কিন্তু চরিত্র বদল হয়নি। তাদের আবারও জনগণের কাঠগড়ায় দাঁড় করাবো, ইনশাআল্লাহ।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার লাকসামে জামায়াতের নির্বাচনী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মিডিয়ার যত প্রশ্ন, দুনিয়ার যত সমস্যা, সবই শুধু আমাদের ঘিরে। আমরা কোথায় শার্ট কিনি? রাজনৈতিক প্রোগ্রাম কিভাবে বাস্তবায়ন করি? কোথায় খাওয়া-দাওয়া করি? সেগুলোই শুধু তাদের প্রশ্ন। আমাদের আয় কী? আমাদের চলাফেরা কোন জায়গা থেকে হয়? শুধুমাত্র এসব প্রশ্ন নিয়েই মিডিয়া ব্যস্ত থাকে।
তিনি আরও বলেন, বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধ করতে হলে মিডিয়ার প্রয়োজন আছে। আমরা মিডিয়ার শত্রু না। আমরা চাই মিডিয়া তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করুক। আপনারা (মিডিয়া) কোনো দলমুখী না হয়ে জনগণমুখী হোন। জনগণ আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবে।











