পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা না যাওয়্যা ৩০ রোযা পূর্ণ বলেছে সিরিয়ার শরীয়াহ আদালত।
শনিবার (২৯ মার্চ) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার খবরে একথা জানানো হয়।
খবরে বলা হয়, সিরিয়ার কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ৩০ রোযা পূর্ণ করার ঘোষণা দিয়েছেন দামেশকের প্রথম শরীয়াহ বিচারপতি আহমদ মুহাম্মদ হামাদাহ।
তিনি বলেন, দেশের কোনো অংশ থেকে শাওয়ালুল মুকাররমের চাঁদ দেখার খবর ও প্রমাণ পাওয়া যায়নি। তাই আগামীকাল রবিবার পবিত্র রমজান মাস পূর্ণ হবে এবং সোমবার হবে আনন্দময় ঈদুল ফিতরের প্রথম দিন।
এর আগে তিনি দেশবাসীকে শনিবার চাঁদ দেখার উদ্দেশ্যে আকাশে নজর রাখার আহবান জানিয়েছিলেন।