মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫

আসাদ বিহীন সিরিয়ার প্রথম ঈদ; পূর্ণোদ্যমে চলছে ঈদের প্রস্তুতি

যুদ্ধ, রক্তপাত আর দীর্ঘ অস্থিরতার পর অবশেষে এক নতুন ভোরের অপেক্ষায় সিরিয়া। আগামী সোমবার দেশটিতে উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। ৩০টি রোজা পালনের পর, এক নতুন স্বাধীনতার স্বাদ নিয়ে ঈদের খুশিতে মাতবে দেশের প্রতিটি প্রান্ত।

তবে সিরিয়ানদের জন্য এবারের ঈদের আয়োজন যেন আরও উজ্জ্বল, আরও প্রাণবন্ত। কারণ, এই ঈদ শুধু উৎসব নয়, এটি স্বাধীনতার প্রথম স্বাদ! এক দশকেরও বেশি সময়ের রক্তঝরা অধ্যায়ের পর, দামেস্ক এবার সত্যিকারের মুক্ত বাতাসে প্রথম ঈদ উদযাপন করতে যাচ্ছে।

বাশার আল-আসাদের শাসনের জগদ্দল পাথর গড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বদলে গেছে পুরো দেশটির চিত্র। যেসব রাস্তা একসময় ছিল নির্জন, আতঙ্কিত, সেখানে এখন মানুষের আনন্দমুখর ঢল। দামেস্কের অলিগলিতে ঘুরলেই মনে হয়, এই শহর যেন নতুন করে জন্ম নিয়েছে!

ঈদের কেনাকাটায় বাজারগুলোতে মানুষের ঢল নেমেছে। একসময় যেখানে নিরবতার ছায়া, ভয় আর গুলির আওয়াজ ছিল নিত্যসঙ্গী, সেখানে এখন হাসি, কোলাকুলি আর উৎসবের সুর। ব্যবসায়ীরা উচ্চ স্বরে ক্রেতাদের ডাকছে, শিশুরা ঈদের নতুন পোশাক ক্রয়ের জন্য এসেছে বাজারে। রঙিন বাতি আর সাজসজ্জায় শহর এক নতুন রূপ পেয়েছে।

ইউরোনিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দামেস্কের এক বাসিন্দা জানান, “ক্রেতাদের ভিড়ে লোকারণ্য বাজারগুলো। নিরাপত্তাকর্মীরা সর্বত্র বিরাজমান রয়েছেন, যা আমাদের মনে স্বস্তি দিচ্ছে। এটি সত্য যে, বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতি খুব কঠিন। তবে আমরা আশা করি খুব দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে।”

আল-হামরা স্ট্রিট মার্কেটের এক বিক্রেতা ইউরোনিউজকে বলেন, “বাজারগুলোতে স্পষ্টভাবে চাঞ্চল্য দেখা যাচ্ছে, এবং মানুষ কেনাকাটার জন্য বাইরে যাওয়ার ক্ষেত্রে আরও স্বাচ্ছন্দ্য বোধ করছে। নিরাপত্তা পরিস্থিতির স্থিতিশীলতাই এই গতিশীলতার প্রধান কারণ; মানুষ আর আগের মতো রাতে বাইরে যেতে বা এলাকা পরিবর্তন করতে ভয় পায় না,”

উল্লেখ্য, সিরিয়ার সাবেক স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তাহরির আল শামস-এর নেতা আবু মুহাম্মাদ আল জুলানি। ক্ষমতা গ্রহণের পর তিনি জনগণের নিরাপত্তার অঙ্গীকার করেছেন। একই সাথে বাতিল ঘোষণা করা হয়েছে আসাদ আমলের সংবিধান। চলমান রমজান মাসে সিরিয়ার বিভিন্ন মসজিদে নামাজ আদায় করেছেন জুলানি, যা দেশটির জনগণের সাথে সংযুক্ত হওয়ার ইঙ্গিত প্রদান করে।

সূত্র: ইউরোনিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img