বিতর্কের জন্ম দিয়েছে তুরস্কের আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট এরদোগানের প্রধান প্রতিদ্বন্দ্বী সেকুলার নেতা কামাল কিলিচদার ওগলুর নির্বাচনী প্রতিশ্রুতি।
সম্প্রতি যুব উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণ প্রসঙ্গে কামাল কিলিচদার ওগলু আশ্বাস দেন যে, ক্ষমতায় আসার পর কামাল আতাতুর্ক বিমানবন্দরকে তিনি এভিয়েশন ও স্পেস সেন্টারের রূপান্তর করতে চান।
একই সাথে তিনি জানান, বিশ্বের অন্যতম বৃহৎ ও ব্যস্ততম এই বিমানবন্দরকে এভিয়েশন এন্ড স্পেস সেন্টারে রূপান্তরের দায়দায়িত্ব তিনি আমেরিকান কোম্পানি এসএনসির হাতে তুলে দিবেন, যা কি না সরাসরি আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইএর তত্বাবধানে পরিচালিত হয়।
কামাল কিলিচদার ওগলুর এমন প্রতিশ্রুতি জনসাধারণের উদ্বেগ তৈরি হয়েছে।। তাকে নিয়ে রাজনৈতিক মহলে দেখা দিয়েছে বিতর্ক।











