শনিবার | ১৫ নভেম্বর | ২০২৫

আফগানিস্তানে মসজিদে বন্দুক হামলা; নিহত ৬

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে একটি সরকারি মসজিদে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন।

সোমবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় রাত ৯টার দিকে দেশটির হেরাত প্রদেশের গুজারা জেলায় এ ঘটনা ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মতিন কানি এসব তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মতিন কানি লিখেছেন, গুজারার ওই মসজিদটিতে বন্দুক হামলায় ইবাদতরত ছয় বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন ও একজন আহত হয়েছেন।

এদিকে, এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে বিশ্লেষকরা বলছেন, জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেটের আঞ্চলিক শাখা আফগানিস্তানের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি।

সূত্র: এএফপি

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img