শনিবার | ২০ সেপ্টেম্বর | ২০২৫

পঞ্চগড় সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেফতার

পঞ্চগড়ের সীমান্ত এলাকায় বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করায় শম্ভু ভুঁইয়া (৪০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

শনিবার (২৯ মে) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ওই ভারতীয় নাগরিক ভারতের হাজারিবাগ জেলার চাতলা থানার গৌরবপুর এলাকার চন্দন ভূঁইয়ার ছেলে।

জানা যায়, সন্ধ্যায় নীলফামারী ৫৬ বিজিবির অধীনস্থ শিংরোড বিওপির নায়েক সুবেদার সরদার আজিজুর রহমান তাকে সীমান্ত এলাকার পাকা রাস্তার উপর সন্দেহভাজন ভাবে চলাচল করতে দেখে। পরে কাছে গিয়ে পরিচয় জানতে চাইলে তার বাড়ি ভারতে বলে জানায়। এ সময় বিওপি ক্যাম্পের সদস্যদের সহযোগিতায় তাকে আটক করা হয়। আটকের পর তাকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img