হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মুহতামিম মুফতী মুনির হোসেন কাসেমীকে আবারও তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত।
রবিবার (৩০ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মুহাম্মাদ নোমানের আদালত রিমান্ডের আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে ২০১৩ সালের পল্টন থানার মামলায় তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন। এরপর চলতি বছরের পল্টন থানার মামলায় তাঁর ফের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে আদালত আবারও তাঁর তিনদিনের রিমান্ড মঞ্জুর করে।
গত শুক্রবার (২১ মে) রাতে রাজধানীর বারিধারা থেকে মুফতী মুনির হোসেন কাসেমীকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ।