মঙ্গলবার | ১৫ জুলাই | ২০২৫

ইসরাইলে বাণিজ্য ও পর্যটন কার্যালয় স্থাপন করলো মুসলিম রাষ্ট্র আজারবাইজান

spot_imgspot_img

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে নিজেদের বাণিজ্য ও পর্যটন কার্যালয় স্থাপন করেছে আজারবাইজান।

বৃহস্পতিবার (২৯ জুলাই) অবৈধ রাষ্ট্রটির রাজধানী তেলে আবিবে কার্যালয় দুটির উদ্বোধন করা হয়।

আজারবাইজানের বাণিজ্য ও পর্যটন কার্যালয় স্থাপনের বিষয়টি নিশ্চিত করে ইসরাইলের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশিত হয়।

বিবৃতিতে জানা যায়, আজারবাইজানের এই পদক্ষেপকে ইসরাইলে নিজেদের দূতাবাস খুলার প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে তারা।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে ইসরাইলী পর্যটন মন্ত্রী ইয়োয়েল রাজভোজব বলেন, রাষ্ট্রীয় ভাবে তেলে আবিবে আজারবাইজানের বাণিজ্য ও পর্যটন খাতের প্রতিনিধিত্বের সূচনা বিভিন্ন দেশের সাথে ইসরাইলের উষ্ণ সম্পর্ক থাকার আরেকটি বড় উদাহরণ। কৌশলগত কারণ,পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানবোধের উপর ভিত্তি করেই দু’দেশের মাঝে সম্পর্ক স্থাপিত হয়েছে।

তিনি আরো বলেন, আমি এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভকে অভিনন্দন জানাতে চাই, যা দুই দেশের অংশীদারিত্বকে আরো শক্তিশালী করবে। নিঃসন্দেহে এটি বিদ্যুৎ, জ্বালানি সহ বিভিন্ন ধরনের শক্তি, মেডিসিন, পানি ব্যবস্থাপনা, কৃষি ও বিনিয়োগ খাতে ইসরাইলী উদ্যোক্তাদের নৈপুণ্য প্রদর্শনের ঠিকানা হিসেবে পরিবেশিত হবে।

অপরদিকে অনুষ্ঠানে উপস্থিত থাকা আজারী অর্থনীতি বিষয়ক মন্ত্রী মিকাঈল জাব্বারোভ, পারস্পরিক বিনিয়োগ সহজতর লেনদেনের লক্ষ্যে গড়ে তুলা
আজারবাইজানের ব্যবসাবান্ধব অর্থনীতির সদ্ব্যবহার করতে ইসরাইলী ব্যবসায়ীদের উৎসাহ যোগান।

টাইমস অফ ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, সড়ক নির্মাণ, টেলিযোগাযোগ ও মেডিসিন সহ আজারবাইজানের আরো বিভিন্ন খাতে ইহুদিবাদী ইসরাইলের কোম্পানিগুলো প্রতিনিধিত্ব করে থাকে। এমনকি শুধুমাত্র তেল সরবরাহ বাদ দিয়েই গতবছর তাদের বার্ষিক টার্নওভার ছিলো ২০০ মিলিয়ন ডলার!

তাছাড়া ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী আশকেনাজী বলেন, নিজেদের পর্যটন ও বাণিজ্য খাতের প্রসারে তেলে আবিবে কার্যালয় স্থাপন, ইবরাহীমী পন্থার সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তির দিকে আজারবাইজানের এগিয়ে আসার প্রথম পদক্ষেপ, যে চুক্তিতে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সুদান ও মরক্কো ইতিমধ্যেই নিজেদের অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে।

তিনি বলেন, আজারাবাইজান হলো আমাদের মিত্র, বন্ধু এবং ইসরাইলের বিভিন্ন ধরণের শক্তি উপাদানগুলোর সবচেয়ে বড় যোগানদাতা। আমরা আজারবাইজানের সাথে কৌশলগত সম্পর্ক উন্নয়নে কাজ চালিয়ে যাব এবং নিত্যনতুন খাতে তা সম্প্রসারিত করবো।

উল্লেখ্য, এটি ছিলো দু’দেশের মাঝে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রায় ৩০ বছর পর কোনো আজারী মন্ত্রীর আনুষ্ঠানিক ইসরাইল সফর।

সূত্র: মিডল ইস্ট মনিটর

সর্বশেষ

spot_img
spot_img
spot_img