বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

গুলিস্তানে আ’লীগের ২ গ্রুপের সংঘর্ষে যাত্রাবাড়ী মাদরাসার ছাত্র নিহত

গত শুক্রবার (২৮ জুলাই) জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে আগত দলের দু’গ্রুপের মধ্যে বাধে তুমুল সংঘর্ষ। আর এতে প্রাণ হারায় পথচারী হাফেজ রেজাউল করিম (২১)। তিনি যাত্রাবাড়ী “জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া”-এর ছাত্র।

রোববার (৩০ জুলাই) রাজধানীর অন্যতম বৃহৎ এ প্রতিষ্ঠানটির এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই শিক্ষক জানিয়েছেন, হাফেজ রেজাউল করিম সেখানকার জালালাইন জামাতের (স্নাতক-১ম বর্ষ) ছাত্র ছিলেন। একইসাথে হাফেজ রেজাউল করিম কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলেন না এবং তিনি নিরপরাধ ও অত্যন্ত সৎ ছিলেন বলেও ওই শিক্ষক দাবি করেন।

এদিকে, সন্তানকে হারিয়ে রেজাউলের গ্রামের বাড়ি শেরপুরের নকলা উপজেলার চর-অষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা পশ্চিমপাড়া গ্রামে এখনো চলছে শোকের মাতম। তার বাবা কৃষক আবদুস সাত্তার বড় ছেলেকে এভাবে হারিয়ে দিশেহারা। আর তার মা রেনু বেগমের আহাজারিতে ভারি হয়ে উঠেছে সেখানকার আকাশ-বাতাস।

উল্লেখ্য; পারিবারিকভাবে আর্থিক সংকটের কারণে পড়াশোনার পাশাপাশি সপ্তাহের প্রতি শুক্রবার জুমার পূর্বে বিভিন্ন মসজিদে গিয়ে টুপি-আতর, তাজবীহ ইত্যাদি বিক্রি করতো হাফেজ রেজাউল। গত শুক্রবার গুলিস্তানের গোলাপ শাহ মসজিদের সামনে বিক্রি শেষ করে মাদরাসায় ফেরার পথে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে দুই পক্ষের সংঘর্ষের আটকে পরলে আওয়ামী লীগের এক গ্রুপ অপরগ্রুপের কর্মী ভেবে তাকে পিটিয়ে হত্যা করে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img