শনিবার | ২ আগস্ট | ২০২৫

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের সুরক্ষা নিশ্চিত করবে: নূরুল ইসলাম বুলবুল

spot_imgspot_img

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের সুরক্ষা নিশ্চিত করা হবে জানিয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল বলেছেন, নারীদের জন্য আলাদা কর্মক্ষেত্র সৃষ্টি করা হবে। রাষ্ট্রের প্রতিটি নাগরিক— হোক নারী কিংবা পুরুষ প্রত্যেকেই সমান অধিকার ও মর্যাদা লাভ করবে।

তিনি বলেন, ইসলাম বিদ্বেষীরা জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, ‘জামায়াত ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা থাকবে না, ভিন্ন ধর্মাবলম্বীরা তাদের ধর্ম পালন করতে পারবে না’। অথচ জামায়াত ক্ষমতায় যাওয়ার আগেই একটি ছায়া সরকারের ভূমিকা সামাজিক কার্যক্রম পরিচালনা করে জনগণের সামনে প্রমাণ করে দিয়েছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। মানুষ একটি বাসযোগ্য কল্যাণ ও মানবিক সমাজ পাবে।

আজ বুধবার (৩০ জুলাই) সকালে চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, ইসলামই একমাত্র নারীর অধিকার, মর্যাদা ও সুরক্ষার নিশ্চয়তা প্রদান করেছে। অন্য কোন মতবাদে, অন্য কোন আইনে নারীর নারীর অধিকার, মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত হয়নি। যাহার দৃষ্টান্ত বিগত ৫৪ বছরে দেখা গেছে। নতুন বাংলাদেশে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সবার আগে নারীর অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা হবে। ভিন্ন ধর্মাবলম্বীদের সংখ্যালঘু হিসেবে বিবেচনা করা হবে না। রাষ্ট্রের দৃষ্টিতে সকল ধর্মের মানুষ সমান এবং সমান সুযোগ-সুবিধা ও মর্যাদা লাভ করবে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img