বুধবার | ১৪ জানুয়ারি | ২০২৬
spot_img

জ্বালানি ও অবকাঠামোগত বিষয় নিয়ে আমেরিকার সাথে বৈঠক করল তুরস্ক

আমেরিকার একটি প্রতিনিধি দলের সাথে আঞ্চলিক ইস্যু ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের প্রধান উপদেষ্টা আকিফ কাগাতে কিলিক।

মঙ্গলবার (২৯ আগস্ট) তুরস্কের রাজধানী আঙ্কারায় এ বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে এক টুইট বার্তায় নিশ্চিত করেছে কিলিক।

এ বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের বৈশ্বিক অবকাঠামো ও জ্বালানি নিরাপত্তা সমন্বয়কারী আমোস জে. হোচস্টেইন। এছাড়াও তুরস্কের রাষ্ট্রদূত জেফরি ফ্লেক এ বৈঠকে উপস্থিত ছিলেন।

কিলিক জানান, “এ বৈঠকে আমরা আঞ্চলিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি জ্বালানি ও অবকাঠামোগত বিষয় নিয়ে আলোচনা করেছি।”

সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য জো উইলসন, ডিন ফিলিপস ও ভিক্টোরিয়া স্পার্টজের সাথে আঙ্কারায় বৈঠক করেছেন কিলিক।

উল্লেখ্য; সাম্প্রতিক সময়ে পিকেকে সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তা ও ফেতুল্লা সন্ত্রাসী সংগঠনের প্রধানকে আঙ্কারার কাছে হস্তান্তর না করায় আমেরিকা ও তুরস্কের মধ্যকার সম্পর্ক উত্তেজনায় রূপ নিয়েছে।

এছাড়াও রাশিয়ার কাছ থেকে তাদের তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার জন্য আঙ্কারার উপর নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন যা উত্তেজনাকে আরও বৃদ্ধি করেছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ